মহেশখালী থানা পুলিশের অভিযানে গোরকঘাটা জেটিঘাট এলাকা থেকে ২টি দেশীয় তৈরী একনলা বন্দুক সহ তিনজন নারী-পুরুষকে আটক করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জরুল হকের নেতৃত্বে ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা ৭.৩০ টায় মহেশখালী পৌরসভাস্থ জেটিঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে দেশীয় তৈরি দু’টি একনলা বন্দুকসহ তিনজনকে আটক করা হয়, যাদের মধ্যে একজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন।
আটককৃতরা হলেন- ১. সাইফুল ইসলাম (২৫), পিতা- মোহাম্মদ হোসেন, মাতা- সালেহা বেগম, সাং- দক্ষিণ পাহাড়তলী, ৭নং ওয়ার্ড, ২. গোলবাহার খাতুন (৬৫), স্বামী- মৃত আব্দুল হাকিম, সাং- আলীর জাহাল, এস এম পাড়া, ৫নং ওয়ার্ড, ৩. দিলবার বেগম (৬০), স্বামী- মৃত সুলতান আহম্মদ, সাং- আলীর জাহাল, এস এম পাড়া, ৫নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, সর্বথানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার।
অভিযানে নেতৃত্ব দেন- এএসআই নাছির উদ্দিন এবং অংশগ্রহণ করেন কনস্টেবল তানভীর, মজিদ, মিল্টন ও নারী কনস্টেবল কুলসুমা আক্তার। অভিযানে সংশ্লিষ্ট সকল সদস্য দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং অস্ত্রের উৎস ও উদ্দেশ্য সম্পর্কে তদন্ত চলছে।