মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মোটরসাইকেল আরোহী

 

বাচ্ছু পাটোয়ারী,মিরসরাই(চট্টগ্রাম)প্রতিনিধিঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানার দক্ষিণ পাশে ইউটার্নে সড়ক দু’র্ঘ’ট’না’য় মোঃ শাহাজাহান (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নি’হ’ত হয়েছেন।শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট ইউটার্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে৷নিহত শাহজাহান কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার উল্লাখালী এলাকার ভূঁইয়া বাড়ির আব্দুল ওয়াহাবের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে জোরারগঞ্জ থানার সামনে মহাসড়কে বারইয়ারহাট ইউটার্ন এলাকায় দ্রুতগতির একটি ট্রাক চলন্ত মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শাহজাহান মারা যায়৷ পকেট থেকে ড্রাইভিং লাইসেন্স ও আইডিকার্ড থেকে জানা যায় তিনি চট্টগ্রাম আল আরাবি (এ কে খান) পার্সপোর্ট মেডিকেল হসপিতালে অফিস এসিস্ট্যান্ট হিসেবে কর্মকর্তা।

 

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন জানান, দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

Your email address will not be published.