চট্টগ্রামের সাতকানিয়ায়ার পৌরসভার পূর্ব গলিতে ৫বছর আগে একটি ফার্মেসিতে আগুন লোগেছিলো বৈদ্যুতিক শর্ট সার্কিটের গোলযোগে কিন্তু সাড়ে ৫বছর পর এসে ৫ই আগস্ট পরবর্তী ওই বিষয় নিয়ে আদালতে মামলা হয় দেড়কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে পার্শ্ববর্তী দোকানদারের বিরুদ্ধে।
২৯শে সেপ্টেম্বর( সোমবার)সাতকানিয়া পৌরসভার জুয়েলার্স ব্যবসায়ী গৌতম শংকর ধর এমন অভিযোগ করে ওষুধ ফার্মেসীর মালিক সাতকানিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের গোয়াজর পাড়ার সোলতান আহমদের ছেলে নুরুল আলমের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি ৪৪ ধারার আলোকে একটি সাধারণ ডায়েরী লিপিবদ্ধ করেন।
জিডি সূত্রে এবং সাতকানিয়া ফায়ার সার্ভিসের রেকর্ড সূত্রে জানা যায়, ১৭ই ডিসেম্বর ২০২০ সালে উপজেলার পৌরসভার আলম ফার্মেসি নামক ওষুধের দোকানটিতে আগুনের সূত্রপাত হলে তাৎক্ষণিক সাতকানিয়া ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের চেষ্টায় এবং স্থানীয় ব্যবসায়ীদের চেষ্টায় আলম ফার্মেসির আগুন নিয়ন্ত্রণে এসেছিলো এবং একই আগুনে পার্শ্ববর্তী দোকান পপি জুয়েলার্সও ব্যাপক ক্ষতি হয়েছিলো মর্মে ফায়ার সার্ভিসের বরাত দিয়ে সাতকানিয়ায় কর্মরত একাধিক সাংবাদিকরা সংবাদ কাভার করেছিলো।
কিন্তু ৫ই আগস্ট পরবর্তী পরিস্থিতিতে ৫বছর আগের সৃষ্ট ওই আগুন প্রতিবেশী দোকান পপি জুয়েলার্সের মালিক গৌতমের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে দেড় কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে বিভিন্ন চাপ সৃষ্টি ও ফৌজদারি মামলা করে আসার অভিযোগ তোলা হয় আলম ফার্মেসীর মালিক নুরুল আলমের বিরুদ্ধে।
একই সাধারণ ডায়েরীতে গৌতম শংকর ধর আরো অভিযোগ করেন ৫ই আগস্ট পরিবর্তিত পরিস্থিতির সুযোগে কোন সুনির্দিষ্ট কারণ ছাড়া নুরুল আলম বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে আসছিলেন।
এবং বিভিন্ন রাজনৈতিক ট্যাগ লাগিয়ে হয়রানি করার কু মানসে- বিভিন্ন অপপ্রয়াস অব্যহত রেখেছেন বলেও উক্ত জিডিতে উল্লেখ করা হয়।
এদিকে সাতকানিয়ার পৌরসভার একাধিক স্থানীয় ব্যবসায়ী সকালের সময়কে জানিয়েছেন, গৌতম শংকর ধর কখনো কোন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নয়।
তবে চট্টগ্রাম দঃ জেলা পূজা কমিটির সাতকানিয়া উপজেলার অনুমোদিত সভাপতি ও সাতকানিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদ বাগিশিক সাতকানিয়া উপজেলা সিঃ সহ সভাপতি এবং বণিক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি, সাতকানিয়া মডেল হাই স্কুল পরিচালনা পর্ষদের সাবেক এডহক কমিটির সদস্য ও ধর্মীয় -মানবিক কাজ করে দিন যাপন করেন বলে জানান পার্শ্ববর্তী স্থানীয় ব্যবসায়ীরা।
সাধারন ডায়েরীর বিষয়ে সত্যতা স্বীকার করে পৌরসভার প্রবীণ ব্যবসায়ী গৌতম শংকর ধর বলেন -আমরা পৈতৃক সূত্রে বহু পুরনো ব্যবসায়ী এই জনপদে সকল দল ও সকল মতের সাথে আমাদের ঐতিহ্যগত সম্পর্ক কিন্তু ৫ই আগস্ট পরিবর্তিত পরিস্থিতির সুযোগে হঠাৎ কোন কারণ ছাড়া আমার প্রতিবেশী দোকানের মালিক নুরুল আলম তার দোকানে সাড়ে ৫বছর আগে যে আগুন লেগেছিলো ওই আগুনের বিষয়ে আমার থেকে দেড় কোটি টাকা ক্ষতিপূরণ দাবী করে আসছেন সরাসরি ও বিভিন্ন মাধ্যমে চাপ সৃষ্টি করে যাচ্ছেন নিয়মিত।
অপরদিকে আমার বিরুদ্ধে থানায় ও বিভিন্ন জায়গায় নিয়মিত অভিযোগ করে যাচ্ছেন আমার প্রতিবেশী দোকান আলম ফার্মেসির স্বত্বাধিকারী নুরুল আলম।
তিনি আরো বলেন, সাতকানিয়ায় কর্মরত সকল প্রশাসনিক ব্যক্তিবর্গের সাথে আমার ধর্মীয় দায়িত্ব পালনে ও ব্যবসায়ী কর্মকান্ডের কারণে যোগাযোগ রাখতে হয় সেই সুবাদে সবার সাথেই আমার ভালো সম্পর্ক কিন্তু অলৌকিক কারণে নুরুল আলম সাহেব আমাকে রাজনৈতিক ট্যাগিং করা শুরু করেছেন।
এবং বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন, আমি উক্ত অপপ্রচারের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানাচ্ছি পাশাপাশি সাতকানিয়ার রাজনৈতিক ব্যক্তিবর্গ ও প্রশাসনকে বিষয়টা গভীরভাবে অনুধাবন করার অনুরোধ জানাচ্ছি।
এবং আমার বিরুদ্ধে যারা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন পর্যায়ে ষড়যন্ত্র করে যাচ্ছেন তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।