আ ন ম সেলিম,পটিয়া (চট্টগ্রাম) :
চট্টগ্রামের পটিয়ায় দিন দুপুরে দুবাই প্রবাসীর ঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ ভরি স্বর্ণ,নগদ ২ লাখ টাকা ও ৪টি দলিল নিয়ে যায় চুরের দল।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বেলা ২টার মধ্যে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের দুবাই প্রবাসী আকবর সাগরের ঘরে এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।
জানা গেছে, দুবাই প্রবাসী আকবর সাগরের শ্যালক সাজ্জাদ হোসেনের বিয়ে উপলক্ষে বিদেশ থেকে ১০ ভরি স্বর্ণ এবং ব্যাংক থেকে ২ লাখ টাকা তুলে আকবরের ঘরের আলমারিতে রাখা হয়।
বৃহস্পতিবার রাতে মেহেদি অনুষ্ঠানের তারিখ নির্ধারিত ছিল। সে অনুষ্ঠানে প্রবাসীর স্ত্রী ও পরিবারের লোকজন ঘরে তালা লাগিয়ে বিয়ে বাড়িতে যায়।
দুবাই প্রবাসীর স্ত্রী পারভীন আকতার জানান,ঘরের পেছনের দরজা দিয়ে ঢুকে আলমিরা ভেঙে স্বর্ণ, নগদ টাকা ও দলিল চুরি করে নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে বাপের বাড়ি গেলে ঘরের পেছনের দরকার ভেঙে চোর ঢুকে স্বর্ণ, নগদ টাকা ও দলিল নিয়ে যায়।
দুপুর ২টার দিকে আমার পুত্র আরফাতুল আকবর ঘরে গোসল করতে এলে দরজা ও আলমিরা ভাঙা দেখতে পান।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা কোন অভিযোগ পাননি বলে জানান।