মির্জাখীল দরবার শরীফের পীর হযরত আরেফুল হাই ইন্তেকাল করেছেন

সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত শাহ জাঁহাগীর তাজুল আরেফীন মৌলানা সৈয়দ মোহাম্মদ আরেফুল হাই ( ক.) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৯টা ১৭ মিনিটে তিনি ইন্তেকাল করেন।

হয়রত শাহ জাঁহাগীর তাজুল আরেফীন মৌলানা সৈয়দ মোহাম্মদ আরেফুল হাই (ক.) এর ইন্তেকালে বিশ্বের বিভিন্ন সিলসিলার সকল সাজ্জাদানশীনগণ, দরবার শরীফসহ দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-মুরিদ, আশেক ও শুভাকাঙ্ক্ষী গভীরভাবে শোকাহত।

তাঁর নামাজে জানাজা শনিবার (২৫ অক্টোবর) ফজরের নামাজের পর মির্জাখীল দরবার শরীফে অনুষ্ঠিত হবে।

জানাজার নামাজে ইমামতি করবেন তাঁর জানশীন ও সাহেবে সাজ্জাদাহ হযরত ড. মৌলানা সৈয়দ মোহাম্মদ মকসুদুর রহমান।

মন্তব্য করুন

Your email address will not be published.