জামায়াতের শীর্ষ নেতা শাহজাহান চৌধুরী গ্রেপ্তার, তিন দিনের রিমান্ড মন্জুর

নিজস্ব প্রতিবেদক

 

জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা’র সদস্য ও সাতকানিয়ার সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীকে শুক্রবার (১৫) মে মধ্যরাতে সাতকানিয়া পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের ছমদর পাড়া ২ নম্বর গলি তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে (হাটহাজারী থানার মামলা নং-৫২(৩)২১) একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে (১৫ মে) শনিবার আদালতে আনা হয়েছিল। এরপর পুলিশ রিমান্ডের আবেদন করলে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শাহরিয়ার ইকবাল এর আদালত ০৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি পরিবার নিয়ে চট্টগ্রাম শহরে বসবাস করলেও ঈদ করতে আগের দিন রাতে গ্রামের বাড়িতে আসেন। ঈদের দিন দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে রাতে নিজ বাড়িতে অবস্থান করছিলেন।

সাতকানিয়া থানা সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে সাতকানিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ পৌরসভার ছমদর এলাকার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.