রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন, ৮ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

 

 

যুগান্তর প্রতিবেদন

 

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ দুপুর নাগাদ বিদ্যুৎকেন্দ্রের পরিত্যাক্ত কাঠের স্তূপে আগুন লাগে।

আজ দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে আগুন লেগেছে বলে জানা যায়। ৩০০ গজ দূরেই ছিল ফায়ার সার্ভিস। সেখান থেকে দ্রুতই একটি ইউনিট এসে আগুন নেভানোর কাজে যোগ দেয়।

কিছুক্ষণের মধ্যে একে একে রূপপুর মডার্ন, গ্রীন সিটি, রূপপুর অস্থায়ী, ঈশ্বরদী ফায়ার স্টেশনের ৮টি ইউনিট এসে আগুন নেভানোর কাজে নিয়োজিত হয়।

তাদের চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে এসেছে। দুপুর ১টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে এই আগুন কীভাবে লেগেছে, সে বিষয়ে এখনো জানা যায়নি।

মন্তব্য করুন

Your email address will not be published.