তমার ট্রান্সফরমারকে কেন্দ্র করে লাইনম্যান কায়সারও জামালের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ

পূর্বের প্রকাশিত সংবাদের প্রতিবাদ -

 

চট্টগ্রামের দোহাজারী কক্সবাজার রেললাইন নির্মাণের ঠিকাদার কর্তৃপক্ষ তমা গ্রুপের রেলের কাজ শেষ হওয়ায় তাদের ব্যবহৃত অনেক সরঞ্জাম বিভিন্ন  দামে চট্টগ্রামের বিভিন্ন আঞ্চলিক  প্রতিষ্ঠানকে বিক্রি করে দেয়।

শনিবার (২২শে নভেম্বর ) দোহাজারী পিডিবি( বিক্রয় ও বিতরণ কেন্দ্র) লাইনম্যান মো:কায়সার ও জামাল প্রকাশিত সংবাদের বিষয়ে গণমাধ্যমে একটি প্রতিবাদ পাঠিয়েছেন।

প্রতিবাদে বলা হয়, চলতি বছরের ৩ই মার্চ তমা গ্রুপ থেকে একটি প্রতিষ্ঠান, তমার – ব্যবহৃত (সেকেন্ড হ্যান্ড)কেবল (তামা)লাইটিং ফিউজ ও ট্রান্সফরমার সম্পর্কিত আনুষঙ্গিক উপকরণ, স্টিল খুটি, তিল খুটিসহ একটি  ২০০কেবিএ ধারণ ক্ষমতা সম্পন্ন একটি ট্রান্সফরমার কিনে নেন কালিয়াইশের একটি স্থানীয় প্রতিষ্ঠান।

এবং ওই প্রতিষ্ঠানের পক্ষে ক্রয় চুক্তিতে তমা গ্রুপের পক্ষে  চলতি বছরের মার্চে এজিএম (প্রশাসন) আশরাফুল ইসলাম  সাক্ষরও করেন।

স্থানীয় ওই প্রতিষ্ঠানের ক্রয়কৃত ট্রান্সফরমারটি খুলে শুধু মাত্র ওই প্রতিষ্ঠানকে সহযোগিতা করেন দোহাজারী পিডিবি(বিক্রয় ও বিতরণ কেন্দ্র) এর লাইনম্যান মো:জামাল ও কায়সার।

যার সম্পূর্ণ ডকুমেন্টস ভিডিও আকারে সংরক্ষণ করা হয়।

অপরদিকে দোহাজারী পিডিবির (বিতরণ ও বিক্রয় কেন্দ্র) অফিসের একটি ট্রান্সফরমার চুরি হইলে ওই ট্র্যান্সফরমারের বিষয়ে মো:জামাল আর কায়সারকে জড়িয়ে প্রকৃত ঘটনা আড়াল করতে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালানো হয় একটি প্রভাবশালী চক্রের ইন্ধনে।

 

ওই প্রতিবাদবলিপিতে লাইনম্যান মো: কায়সার ও জামাল আরো বলেন, বিভিন্ন ভাবে বিভিন্নজন বলতে চায় আমরা উক্ত ট্রান্সফরমার পিডিবি (দোহাজারী বিক্রয় ও বিতরণ কেন্দ্র) থেকে চুরি করেছি।অথচ এসব কথা বলার আগে কেউ আমরা যে ট্রান্সফরমারটি খুলেছি সেটার ভিডিও আর কাগজপত্র এবং ছবি পর্যালোচনা করেনা।

পিডিবি অফিস থেকে কোন ট্রান্সফরমার খোয়া কিংবা চুরি হয়ছে কিনা তা আমাদের জানা নেই, তবে আমরা যে ট্রান্সফরমারটি খুলেছি সেটা তমা থেকে আমাদের পরিচিত যে ব্যক্তি কিনেছে সেটার কাগজপত্র আমাদের কাছে আছে।

এবং আমাদেরকে জড়িয়ে এতদিন যে সংবাদ পরিবেশন করা হয়েছিল সেটা সম্পূর্ণ মিথ্যা একটি চক্র আমাদের বিরুদ্ধে সাংবাদিককে মিথ্যা তথ্য দেয়া হয়েছিল।

লাইনম্যান জামাল আর কায়সার আরো বলেন, আমাদের পরিচিত ব্যক্তির তমা থেকে কেনা ট্রান্সফরমারকে জড়িয়ে কিছু মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়েছিলো আমাদের বিরুদ্ধে তার বিষয়ে প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

এবং উক্ত সংবাদে কাউকে প্রভাবিত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

মন্তব্য করুন

Your email address will not be published.