পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের পটিয়ায় সেচ্ছাসেবক লীগ নেতাসহ দুই জনকে আটক করেছে পটিয়া থানা পুলিশ।
রবিবার গভীর রাতে উপজেলার নাইখাইন এলাকা হতে ০৯নং জঙ্গলখাইন ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক মোঃ জোবায়ের ইসলাম রুবেল (৩৬) কে আটক করা হয়। সে উপজেলার নাইখাইন ০৫নং ওয়ার্ড
মোঃ নুরুল আলমের ছেলে। তাকে পটিয়া থানার ২১(০৮)২৪ মামলায় সন্দেহজনক আসামী হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এছাড়া পৃথক অভিযানে উপজেলার বাথুয়া এলাকা হতে যৌতুক নিরোধ আইনে ১ বছরের সাজা পরোয়ানাভুক্ত আসামী মোঃ বোরহানকে গ্রেপ্তার করে পটিয়া থানা পুলিশের একটি চৌকস টিম। তাদের দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পটিয়া থানা পুলিশ।
পটিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান,স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ দুই জন আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।