দোহাজারীতে প্রতিবন্ধীর জমি দখল ও ঘর নির্মাণ নিয়ে বিরোধ:ভুক্তভোগীর থানায় লিখিত অভিযোগ

 

 

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

উপজেলার দোহাজারীতে প্রতিবন্ধীর জায়গা দখল ও জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন দোহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আয়শা আক্তার (৫৫)।

 

তিনি অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে তার বদলিকৃত জায়গা দখলের চেষ্টা চালিয়ে আসছে প্রতিবেশী দিল মোহাম্মদ (৩৮)। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর তিনি জায়গায় গেলে দেখেন জোরপূর্বক পিলার বসানো হয়েছে এবং তাকে ভয়-ভীতি দেখিয়ে সেখান থেকে বের করে দেওয়া হয়। এতে করে তিনি ও তার পরিবারের নিরাপত্তা হুমকির মুখে পড়েছেন।

আয়শা আক্তার দাবি করেন, অভিযুক্তরা জোর করে দখল নেওয়ার উদ্দেশ্যে স্থানটিতে স্থায়ী ঘর নির্মাণের চেষ্টা করছে। তিনি বিষয়টি দ্রুত তদন্ত করে সঠিক মালিকানা নিশ্চিত করতে এবং অবৈধ নির্মাণ বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার বলেন অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

মন্তব্য করুন

Your email address will not be published.