চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির নতুন সাংগঠনিক সম্পাদক নাদিম মোঃ নুরুন্নবী

নিজস্ব প্রতিবেদক

চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদল নেতা নাদিম মোঃ নুরুন্নবী। সম্প্রতি সমিতির কার্যনির্বাহী কমিটির মাসিক সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সমিতির সভাপতি মোঃ ইসমাইল হোসাইন সিরাজী এবং সেক্রেটারি মোঃ জাবিদ আহছান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সমিতির কার্যালয়ে গত ২৩ নভেম্বর অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির মাসিক সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নাদিম মোঃ নুরুন্নবীর যোগ্যতা, কর্মদক্ষতা ও সংগঠনের প্রতি তাঁর আন্তরিকতা বিবেচনায় নিয়ে তাঁকে কার্যনির্বাহী কমিটিতে অন্তর্ভুক্ত করার পাশাপাশি এ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব প্রদান করা হয়।

অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে, তিনি সততা, নিষ্ঠা ও সংগঠনের নীতিমালা অনুসরণ করে দায়িত্ব পালন করবেন বলে সমিতি আশাবাদী। পাশাপাশি সংগঠনের উন্নয়ন, কার্যক্রম পরিচালনা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তিনি সক্রিয় ভূমিকা রাখবেন বলেও প্রত্যাশা প্রকাশ করা হয়।

উল্লেখ্য, চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড দীর্ঘদিন ধরে চকবাজার এলাকার ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

মন্তব্য করুন

Your email address will not be published.