নিজস্ব প্রতিবেদক
চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদল নেতা নাদিম মোঃ নুরুন্নবী। সম্প্রতি সমিতির কার্যনির্বাহী কমিটির মাসিক সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সমিতির সভাপতি মোঃ ইসমাইল হোসাইন সিরাজী এবং সেক্রেটারি মোঃ জাবিদ আহছান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সমিতির কার্যালয়ে গত ২৩ নভেম্বর অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির মাসিক সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নাদিম মোঃ নুরুন্নবীর যোগ্যতা, কর্মদক্ষতা ও সংগঠনের প্রতি তাঁর আন্তরিকতা বিবেচনায় নিয়ে তাঁকে কার্যনির্বাহী কমিটিতে অন্তর্ভুক্ত করার পাশাপাশি এ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব প্রদান করা হয়।
অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে, তিনি সততা, নিষ্ঠা ও সংগঠনের নীতিমালা অনুসরণ করে দায়িত্ব পালন করবেন বলে সমিতি আশাবাদী। পাশাপাশি সংগঠনের উন্নয়ন, কার্যক্রম পরিচালনা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তিনি সক্রিয় ভূমিকা রাখবেন বলেও প্রত্যাশা প্রকাশ করা হয়।
উল্লেখ্য, চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড দীর্ঘদিন ধরে চকবাজার এলাকার ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে।