পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের পটিয়ায় আওয়ামী লীগ ছাত্রলীগের ২ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন,১২নং হাইদগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আনন্দ চৌধুরী(৪৮) ও পটিয়া উপজেলা ছাত্রলীগের সদস্য মো: ইমন(২২)।
ডেভিলহান্ট ফেজ-২ বিশেষ অভিযানে ২৬ ডিসেম্বর (শুক্রবার) গভীর রাতে হাইদগাঁও পান বাজার এলাকা হতে ১২নং হাইদগাও ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আনন্দ চৌধুরী(৪৮) কে গ্রেপ্তার করা হয়।
সে ০৫নং ওয়ার্ডের হরিসাধন চৌধুরীর ছেলে। তাকে পটিয়া থানার ১৬ নং মামলায় (অরাজনৈতিক) গ্রেপ্তার দেখানো হয়।
আজ ২৭ ডিসেম্বর (শনিবার) সকাল ১১:৪০ ঘটিকার সময় পটিয়া পৌরসভা থানা মোড় হতে উপজেলা ছাত্রলীগের সদস্য মো: ইমন কে গ্রেপ্তার করা হয়।সে ৯(ক)নং বড়লিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নাজিম উদ্দীনের ছেলে। তাকে গত ১৬ ডিসেম্বর শহীদ মিনারে ফুল দেওয়ার অপরাধে রেকডিয় ১১ নং মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
পটিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, পটিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২ নেতাকে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।