ওসি মঞ্জুরুল যোগদানের অল্পদিনেই অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

সাতকানিয়ায় অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার -

 সাতকানিয়া সংবাদদাতা

চট্টগ্রামের সাতকানিয়ায় একটি দেশীয় ১ নলা বন্দুক, বিশ রাউন্ড গুলি ও দুইটি দাসহ মোহাম্মদ সেলিম (৪১) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মোহাম্মদ সেলিম (৪১) উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ইছামতি আলীনগর- ৪ নম্বর ওয়ার্ডের দৌলতশাহী পাড়ার মরহুম ইছহাকের ছেলে।

আজ রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের দৌলতশাহী পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে স্থানীয় বাসিন্দা রুকন উদদীন রুবেল বলেন, ওসি মঞ্জুরুল যোগদানের অল্পদিনেই অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার এটা নতুন ওসির প্রথম চমক হিসেবেই আমরা মনে করতে পারি।

অপরদিকে চট্টগ্রাম ১৫ আসনের  বিএনপির এমপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিন, বেশ কয়েকটি সংবাদ সম্মেলনে অস্ত্র উদ্ধারের বিষয়ে যে বক্তব্য দিলেন ওসির এই কঠোর পদক্ষেপে তারও বাস্তবায়ন হচ্ছে বলে আমরা মনে করতে পারি।

মন্তব্য করুন

Your email address will not be published.