চট্টগ্রাম সংবাদ’র খবর প্রকাশের জের :গুঁড়িয়ে দেয়া হলো অবৈধ সেই বাড়ি

গুঁড়িয়ে দেয়া হলো কক্সবাজারের ফাঁসিয়াখালীর সেই ঘর

 

নিজস্ব প্রতিবেদক

 

চকরিয়ার ফাঁসিয়াখালী দরগাহ গেইট এলাকায় সংরক্ষিত বনভূমির জায়গায় অবৈধভাবে নির্মানাধীন একটি পাকা দালানঘর গুঁড়িয়ে দিয়েছে কক্সবাজার উত্তর বনবিভাগ।

 

শনিবার (২৭ ডিসেম্বর) ফাঁসিয়াখালী রেঞ্জ অফিসার সাদেকুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে উক্ত অবৈধ দালানঘর গুঁড়িয়ে দেয়া হয়।

 

এদিকে কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন ফাঁসিয়াখালী রেঞ্জের অধীনে বনবিভাগের রিজার্ভের জায়গা দখল করে পাকা বাড়ি নির্মাণ প্রসঙ্গে সাপ্তাহিক ‘চট্টগ্রাম সংবাদ’র অনলাইন ভার্সনে একটি সরেজমিনে পরিদর্শনপূর্বক একটি প্রতিবেদন প্রকাশিত হলে নড়েচড়ে বসে সংশ্লীষ্ট মহল।

 

ফলে ফাঁসিয়াখালীর রেঞ্জ অফিসার সাদেকুর রহমান খবর প্রকাশের মাত্র ৪৮ঘন্টার ভেতর বনবিভাগের জায়গার উপর গড়ে ওঠা দালানঘরটি ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন।

 

এদিকে রেঞ্জার সাদেকুর রহমান বলেন আমরা আগেও একবার ঘরটি ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছিলাম, এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলাও করেছিলাম।

 

কিন্তু তারা আমাদের দৃষ্টি এড়িয়ে পুনরায় নির্মাণ কাজ চালু করলে চট্টগ্রামের আঞ্চলিক পত্রিকা চট্টগ্রাম সংবাদ’র অনলাইনে ২৫শে ডিসেম্বর সকাল বেলা একটি সংবাদ প্রচার করেন।

 

পরে আমরা প্রস্তুতি নিয়ে আবার সেই অবৈধ পাকাঘরটি গুঁড়িয়ে দিই এবং সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে ফৌজদারি মামলাও রুজু করা হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.