চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড এলাকায় অবৈধ পাহাড় কর্তনের বিরুদ্ধে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামসুজ্জামান এর নেতৃত্বে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযান চালানো হয়েছে। অভিযান পরিচালিত হয় রাত আনুমানিক ১টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে।
অভিযানকালে পাহাড় কর্তনের সুস্পষ্ট আলামত পাওয়া গেলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানের খবর পেয়ে দুষ্কৃতকারীরা দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলে তারা একটি এসকেবেটর ফেলে যায়, যা পরে সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে অকেজো করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামসুজ্জামান, সহযোগিতা করেন সেনাবাহিনীর সদস্যরা।
অভিযান শেষে সামসুজ্জামান বলেন, “পাহাড় কাটা ও কৃষি জমির মাটি কর্তনের মতো পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড সম্পূর্ণ বেআইনী। এর বিরুদ্ধে সাতকানিয়া উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য প্রশাসন আহ্বান জানিয়েছে।