সাতকানিয়া- জায়গা জমির জেরে বাড়ছেই অপরাধ, এবার ছদাহায় এক যুবককে মারধর
জায়গার পূর্ব- বিদ্বেষেই এই হামলা-
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের সাতকানিয়ায় পরিবর্তিত পরিস্থিতির সুযোগে এমন কোন অপরাধ নেই যা ঘটে চলেছে প্রতিদিন।
এরই অংশ হিসেবে উপজেলার ছদাহায় জুবায়ের নামে এক যুবককে মারধর করার অভিযোগ ওঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
গত শুক্রবার ছদাহার ৫নং ওয়ার্ডের কাজীর খীল এলাকার জেয়াবুল হোসেন সওদাগরের দোকানের সামনে এই ঘটনা ঘটে।
ঘটনায় একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে জোবায়ের এবং রূবায়েদকে ব্যাপক মারধরের শিকার হন।
এই ঘটনায় আহত জোবায়ের একই পাড়ার মোজাহার মিয়ার ছেলে সায়েম ও সাগর এবং মোজাহের মিয়ার স্ত্রী ছেনোয়ারা বেগমসহ ৩জনের বিরুদ্ধে সাতকানিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগকারী জোবায়ের চট্টগ্রাম সংবাদকে বলেন,৫ই আগষ্টের পর থেকে সায়েম আর সাগর গোটা ছদাহা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছেন।
তাদের সাথে আমাদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।
২০২৪সালের ৫ই আগষ্টের পর নাকি সায়েম আর সাগরের ব্যাপক ক্ষমতা তাই তাদের কাছে আমাদের মারধরসহ খুনখারাপি করাও কোন বিষয় না।
এমন কথা বলে আমাকে আর আমার ছোট ভাইকে জায়গা জমির পূর্ব জেরে মারধর করেন।
আমি এটার একটা সুষ্ঠু বিচার চাই এবং আমরা সমাজে সুন্দর ভাবে বসবাস করতে চাই।