নিকটজনের জানাযা শেষে বাড়ি ফেরার পথে মীরসরাইয়ে ডাকাতির কবলে প্রাইভেট কার, আহত ৫

 

 

বাচ্ছু পাটোয়ারী, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :

 

মীরসরাই উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়ন কাজির তালুক গ্রামে আত্মীয়র জানাযা শেষে বাড়ি ফেরার পথে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার নয়দুয়ারি এলাকায় ডকাতির কবলে পড়ে প্রাইভেট কার। গত রাত সাড়ে ১২ টার সময় মহাসড়কে এই ঘটনাঘটে।

ডাকাতির কবলে পড়ে আহত নুরুল করিম জানান মঘাদিয়া আত্মীয়র জানাযা শেষে বাড়ী ফেরার পথে নয়দুয়ারি এলাকায় ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল আমাদের গাড়ির উপর লোহার এঙ্গেল মেরে গাড়ি থামিয়ে আমাদের উপর হামলা করে, আমাদে সাথে থাকা আই ফোন সহ ৫ টি মোবাইল সেট, নগদ টাকা গাড়ির কাগজ পত্র নিয়ে যায়।

আহতরা হলেন সিতাকুন্ড উপজেলার বারআউলিয়া এলাকার রেজাউল করিম, নজরুল করিম, নুরুল করিম সহ মোট ৫ জন। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিওতে ভর্তি করা হয়েছে।

মীরসরাই থানার অফিসার ইনচার্জ ওসি ফরিদা ইয়াসমিন
বলেন এই রকম কোন ঘটনার খবর শুনি নাই, রাত দুইটা পর্যন্তে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পেট্রোল ডিউটিতে আমি নিজেই ছিলাম, অভিযোগ ফেলে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.