নিজস্ব প্রতিবেদক, (আনোয়ারা) চট্টগ্রাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে নির্বাচনী মাঠ ক্রমেই সরগরম হয়ে উঠছে। এরই ধারাবাহিকতায় বৃহত্তর সুন্নি জোট মনোনীত এমপি পদপ্রার্থী আলহাজ্ব এস এম শাহজাহান হযরত শাহসূফি সৈয়্যদ ওবাইদুল আলম শাহ (রহ.), যিনি ভগগন শাহ নামে সুপরিচিত—এঁর পবিত্র ওরশ মাহফিলে অংশ নিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় ও গণসংযোগ করেন।
ওরশ উপলক্ষে আয়োজিত মিলাদ, জিকির ও দোয়া মাহফিলে অংশগ্রহণের পাশাপাশি আলহাজ্ব এস এম শাহজাহান উপস্থিত আশেকান, ওলামায়ে কেরাম ও স্থানীয় সাধারণ মানুষের উদ্দেশে শান্তিপূর্ণ ও আদর্শভিত্তিক রাজনীতির আহ্বান জানান। তিনি বলেন, “ওলীদের দরবার থেকেই ন্যায়, ইনসাফ ও মানবতার শিক্ষা ছড়িয়ে পড়ে। এই আদর্শকে ধারণ করেই আমি আনোয়ারা–কর্ণফুলীর মানুষের সেবা করতে চাই।”
নির্বাচনী বক্তব্যে তিনি স্পষ্টভাবে বলেন, ধর্মপ্রাণ এই জনপদের মানুষের আস্থা ও ভালোবাসাই তার প্রধান শক্তি। নির্বাচিত হলে তিনি এলাকার মসজিদ-মাদরাসা, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা ও যুব উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশ্বাস দেন। একই সঙ্গে তিনি আগামী নির্বাচনে শান্তি, আলো ও সত্যের প্রতীক মোমবাতি মার্কায় ভোট প্রদান করে তাকে বিজয়ী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
ওরশের ধর্মীয় পরিবেশে এই গণসংযোগ নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, ধর্মীয় অনুভূতির সঙ্গে উন্নয়ন ভাবনার সমন্বয় ঘটিয়ে আলহাজ্ব এস এম শাহজাহান যেভাবে ভোটারদের কাছে পৌঁছাচ্ছেন, তা আনোয়ারা–কর্ণফুলী আসনে তার অবস্থানকে আরও দৃঢ় করছে।
ধর্মীয় মাহফিলকে কেন্দ্র করে এ ধরনের জনসম্পৃক্ততা নির্বাচনী মাঠে আলহাজ্ব এস এম শাহজাহানের অবস্থানকে আরও দৃশ্যমান করছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক মহল। শান্তিপূর্ণ পরিবেশে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও আদর্শভিত্তিক বক্তব্যের মাধ্যমে তিনি আনোয়ারা–কর্ণফুলী ১৩ আসনে একটি গ্রহণযোগ্য ও ইতিবাচক নির্বাচনী বার্তা পৌঁছে দিতে সক্ষম হয়েছেন বলে সংশ্লিষ্টরা মত প্রকাশ করেন।