পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
পটিয়ায় দৈনিক সাঙ্গু-র প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে পটিয়া উপজেলার একটি রেস্তোরাঁয় আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দৈনিক সাঙ্গুর প্রতিষ্ঠা ও পথচলার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, দৈনিক সাঙ্গু দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পটিয়ার গণমানুষের কথা তুলে ধরে আসছে। সমাজের অন্যায়-অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে সাহসী ভূমিকা রেখে পত্রিকাটি পাঠকমহলে আস্থা অর্জন করেছে। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে দৈনিক সাঙ্গুর অবদান প্রশংসনীয় বলে উল্লেখ করেন বক্তারা।
আলোচনা সভা শেষে দৈনিক সাঙ্গুর উত্তরোত্তর সাফল্য, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং সংশ্লিষ্ট সকলের মঙ্গল কামনা করেন। দৈনিক সাঙ্গুর নিজস্ব প্রতিবেদক মুহাম্মদ গিয়াস উদ্দিন দৈনিক সাঙ্গুর প্রকাশক ও সম্পাদকে সম্মমনা স্মারক প্রদান করেন।
পটিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদ গোলাম কাদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন,দৈনিক সাঙ্গুর প্রকাশক ও সম্পাদক কবির হোসেন সিদ্দিকী। উপস্থিত ছিলেন, দৈনিক সাঙ্গুর ব্যবস্থাপনা সম্পাদক কামরুল ইসলাম, দৈনিক সাঙ্গুর পার্বত্য জেলার ব্যুরো ইলিয়াস সানি ও দৈনিক সাঙ্গুর ট্রেডিং ক্রসপন্ডেড স্বাধীন।
এতে আরো উপস্থিত ছিলেন পটিয়া প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম, অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী, দৈনিক যুগান্তর পটিয়া প্রতিনিধি আবেদুজ্জমান আমিরী, প্রেস ক্লাবের সমাজ কল্যাণ সম্পাদক ও দৈনিক সাঙ্গু পটিয়া প্রতিনিধি গিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ মোরশেদ আলম, কার্যকরি সদস্য রণি কান্তি দেব, শহিদুল ইসলাম।