মোহসেন মোবারক, আনোয়ারা চট্টগ্রাম
১১ দলীয় জোটের সিদ্ধান্ত লঙ্ঘনের অভিযোগ তুলে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষে সব ধরনের প্রচার-প্রচারণা স্থগিতের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (৩১ জানুয়ারি) আনোয়ারায় এক সংবাদ সম্মেলনে এনসিপি কেন্দ্রীয় সংসদের সদস্য জুবাইরুল আলম মানিক বলেন, জোট সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম-৮ (বোয়ালখালী–চাঁদগাঁও) আসনে এনসিপির প্রার্থী মনোনীত হলেও জামায়াতের প্রার্থী এখনো মনোনয়ন প্রত্যাহার করেননি এবং প্রকাশ্যে দাঁড়িপাল্লা প্রতীকে প্রচার চালাচ্ছেন।
তিনি অভিযোগ করেন, জামায়াত প্রার্থী জোট মনোনীত এনসিপি প্রার্থীর প্রতি প্রকাশ্যে সমর্থন জানায়নি কিংবা নেতাকর্মীদের সে বিষয়ে নির্দেশনা দেয়নি, যা জোটের সিদ্ধান্তের পরিপন্থী।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়, জোটের সিদ্ধান্ত মেনে চট্টগ্রাম-১৩ আসনে এনসিপির প্রার্থী নিজে মনোনয়ন প্রত্যাহার করলেও চট্টগ্রাম-৮ আসনে তার প্রতিফলন দেখা যাচ্ছে না।
এ পরিস্থিতিতে এনসিপি ঘোষণা দেয়, চট্টগ্রাম-৮ আসনে জোট সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত চট্টগ্রাম-১৩ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে তারা কোনো ধরনের প্রচার-প্রচারণায় অংশ নেবে না। তবে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে গণসংযোগ কার্যক্রম অব্যাহত থাকবে।