জামিনে কারামুক্ত হলেন চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত

বায়ান্ন দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। তার বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলায় জামিন মঞ্জুরের পর গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

গত ২৯ মার্চ বিকেলে চট্টগ্রাম নগরীর কাজির দেউড়ি এলাকায় বিএনপির সমাবেশ চলাকালে পুলিশ ও বিএনপি নেতাকর্মীর মধ্যে সংঘর্ষ বাধে। ওই দিন সন্ধ্যার পর বিএনপি নেত্রী ডা. লুসি খানের দায়ের করা একটি চাঁদাবাজি মামলায় নগরীর পাঁচলাইশ ট্রিটমেন্ট হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে পুলিশের করা দু’টি মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো হয়। চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক ইদ্রিস আলী দেশ রূপান্তরকে জানান, সব মামলায় আদালত থেকে জামিন হওয়ার পর বুধবার বিকেল ৪টায় চট্টগ্রাম কারাগার থেকে মুক্তি পান ডা. শাহাদাত। সেখান থেকে সরাসরি বাসায় চলে যান তিনি।

মন্তব্য করুন

Your email address will not be published.