ঈদগাঁওতে ঘরে ঘরে সর্দি,কাশি,জ্বরের প্রকোপ বৃদ্ধি

ঈদগাঁও প্রতিনিধি

কক্সবাজার সদরের ঈদগাঁওতে জ্বর,সর্দি,কাশির প্রকোপ দেখা দিয়েছে। আক্রান্ত বেশিরভাগই শিশু-কিশোর। এই রোগে ভোগান্তিও বাড়ছে। উদ্বিগ্ন হয়ে পড়েছেন গ্রামীন জনপদের লোকজন।

হঠাৎ গরম আবার ঠান্ডা ছাড়াও স্যাঁতস্যাঁতে পরিবেশে সর্দি কাশি বা জ্বর হয়ে থাকে, সেটা স্বাভাবিক। ভাইরাস জনিত জ্বরের সাথে দেখা দিয়েছে সর্দি কাশিও। অন্যদের তুলনায় শিশু কিশোরেরা এ রোগে আক্রান্ত একটু বেশি। আবার অনেকের শ্বাস কষ্টও হচ্ছে।

বৃহত্তর ঈদগাঁওর বিভিন্ন পাড়া মহল্লায় প্রায় ঘরে ঘরে এ মৌসুমী রোগ বৃদ্বি পাচ্ছে। শিশু কিশোরের পাশাপাশি নর-নারীরাও আক্রান্ত হচ্ছে এসব রোগে।

ক্লিনিক বা হাসপাতাল ঘুরে দেখা যায়, সর্দি,কাশি ও জ্বরে আক্রান্ত রোগীদের উপস্থিতি যেন লক্ষ্যনীয়। আবার বিভিন্ন ফার্মেসীতে এসব রোগের ঔষুদ বিক্রির হিড়িকও পড়েছে।

ঈদগাঁও মড়েল হাসপাতাল এন্ড ডায়াবেটিস কেয়ার সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা: মো: ইউসুফ আলী জানান, বর্তমান সময়ে বৃহৎ এলাকার সর্বশ্রেনী পেশার মানুষের মাঝে জ্বর, সর্দি, কাশি ও ডায়রিয়া রোগের প্রকোপ দেখা দিয়েছে। রোগীদের চাপ সামলানো কষ্টকর হয়ে পড়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.