বন্ধুর বাড়িতে বেড়াতে এসে সাঙ্গুতে ডুবে নিখোঁজ বহদ্দারহাটের কিশোর

সাতকানিয়ায় বন্ধুদের সঙ্গে সাঙ্গু নদীতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হয়েছে মো. ফারহান (১৭) নামে এক কিশোর। বৃহস্পতিবার (২০ মে) দুপুর ৩টার দিকে উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাইদাহারি পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ফারহান চট্টগ্রাম নগরের বহদ্দারহাট ফরিদাপাড়া এলাকার জামাল খানের ছেলে। ঈদের ছুটিতে সাতকানিয়ায় এক বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. জুলহাজ উদ্দীন বলেন, চট্টগ্রাম থেকে আমাদের দুজন ডুবুরি টানা দুই থেকে তিন ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়েও তাকে পাওয়া যায়নি। নদীতে প্রচুর জোয়ার আসায় আজকের মতো অভিযান স্থগিত করা হয়েছে। আত্মীয়-স্বজনকে নদীর পাড় এলাকায় মাইকিংয়ের জন্য বলা হয়েছে। ছেলেটিকে উদ্ধারে পরবর্তীতে আবারও অভিযান চালানো হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.