দীঘিনালায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

দীঘিনালা প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালায় প্রকৃত কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে বোরো ধান সংগ্রহ-২০২১’র উদ্বোধন করা হয়েছে। ধান সংগ্রহ কার্যক্রম চলমান থাকবে ১৫ আগষ্ট পর্যন্ত।

২২ মে (শনিবার) সকালে উপজেলা (এল এসডি) ক্রয়-সংগ্রহ কেন্দ্রে কৃষক অনিল বিকাশ চাকমার ৩ মেঃটন ও হেমাদ্রি চাকমার ২ মেঃটন,সহ আরো বেশ কয়েকজন কৃষকদের মধ্য থেকে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান(প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এসময় আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ কাশেম,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ ,জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কানিজ ফাতেমা বিন্দু, উপজেলা খাদ্য কর্মকর্তা সুপ্রকাশ চাকমা প্রমূখ।

উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা যায়, চলতি বছরে সরকার দীঘিনালা উপজেলার প্রকৃত কৃষকদের কাছ থেকে ২৫৮ মেঃটন ধান সংগ্রহ করবে।তারমধ্যে উপজেলার ৪ নং দীঘিনালা খাদ্য গোডাউন ৯৮ মেঃটন, ছোট মেরুং খাদ্য গোডাউন ৯০ মেঃটন, ৫ নং বাবুছড়া ৭০ মেঃটন বোরো ধান সংগ্রহ করা হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.