বাঁশখালীতে পুড়ে ছাইও হলো আর তাজা প্রানও নিলো আগুনে

 

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড তেলিয়াকাটা এলাকার বাইন্যা মার্কেট সংলগ্ন আহমদ ফকিরের বাড়িতে ১৭ পরিবারের ৮টি বসতঘর অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় প্রায় ৩০- ৪০ লক্ষাধিক টাকার পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা।

শনিবার (২২ মে) দিবাগত রাত পৌনে ১টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা যায়।

ভয়াবহ এ অগ্নিকান্ডের ঘটনায় সাইমা (৭) নামের এক শিশু অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয়। সে পূর্ব পুঁইছুড়ি এলাকার মোঃ আমান উল্লার কন্যা। এ ঘটনায় বাকপ্রতিবন্ধি জয়নাল আবেদিন (৪৮) নামে আরো একজন অগ্নিদগ্ধ হয়ে আশংকাজনক অবস্থায় বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ।

এতে ক্ষতিগ্রস্থরা হলেন-মৃত আমিন শরীফের পুত্র আব্দুস ছত্তার, মৃত ইসলামের স্ত্রী সালেমা খাতুন, আবাদুস ছত্তারের পুত্র বাদশা ও বদিউল আলম, মৃত কবির আহমদের পুত্র হাফেজ গিয়াস উদ্দিন,মৃত আবুল বশরের পুত্র মুহাম্মদ জামাল উদ্দিন ও শকির আহমদ, মৃত রশিদ আহমদের স্ত্রী আনোয়ারা বেগম, মৃত কবির আহমদের পুত্র জয়নাল আবেদিন, জমির উদ্দিন ও মুজিবুর রহমান, আব্দুস সত্তারের পুত্র বেলাল উদ্দিন, রহিম উদ্দিন ও জসিম উদ্দিন, মৃত আমিন শরীফের পুত্র হাবীবুর রহমান, হাবীবুর রহমানের পুত্র হামিদুল আজম, সকির আহমদের পুত্র মু. সেলিম উদ্দিন।

পুইঁছুড়ি ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আবুল কাশেম বলেন, শনিবার রাত পৌনে ১ টার দিকে
বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ আগুন লেগে ১৭ পরিবারের ৮টি বসতঘর অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে যায়। এ সময়
নানার বাড়িতে বেড়াইতে আসা
সাইমা (৭) নামের এক শিশু অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয়। বাকপ্রতিবন্ধি জয়নাল আবেদিন (৪৮) নামে আরো একজন অগ্নিদগ্ধ হয়ে আশংকাজনক অবস্থায় বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অাছেন। এ ঘটনায় অন্তত ৩০-৪০ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা কালে আমি সহ ৯-১০ জন এলাকাবাসী আহত হই।

বাঁশখালী সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ আব্দুর রহমান জানান, ‘পুইছড়ি ইউনিয়নের তেলিয়াকাটা এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলে পৌছার আগেই ৮টি বসতঘর পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের টিম সদস্যরা পুরাপুরি আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় অগ্নিকান্ডে সাইমা নামে এক শিশুকে নিহত অবস্থায় উদ্ধার করি। গুরুতর আহত অপর একজন বাকপ্রতিবন্ধি জয়নাল আবেদিনকে উদ্ধার করে টিম সদস্যরা। আশংকাজনক অবস্থায় তাকে বাঁশখালী হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।’

মন্তব্য করুন

Your email address will not be published.