চট্টগ্রামে মৃত্যুহীন দিনে ৯৯ জনের করোনা শনাক্ত

চার দিন পর করোনায় আরেকটি মৃত্যুহীন দিন পার করল চট্টগ্রাম। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় কেউ মারা যাননি। তবে এই সময়ে ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত সবশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত ৫২ হাজার ৯৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট মারা গেছেন ৬০৪ জন। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৯ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৯৯ জনের করোনা পজিটিভ আসে। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে নগরের ৫৬ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৪৩ জন।

চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৪৩৫ জনের মৃত্যু হয়েছে নগরে। বিভিন্ন উপজেলায় মারা গেছেন ১৬৯ জন।

আগের দিন মঙ্গলবার চট্টগ্রামে ১ হাজার ১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ১৩৬ জনের করোনা পজিটিভ আসে। এদিন চারজনের মৃত্যু হয়। সোমবার চট্টগ্রামে করোনায় চারজনের মৃত্যু হয়। ৯৩ জনের করোনা শনাক্ত হয়। এদিন ৭৫৫ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছিল।

এর আগে গত শুক্রবার করোনায় মৃত্যুহীন একটি দিন পার করে চট্টগ্রাম। এদিন ১ হাজার ১৩৮ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ১৩৭ জনের করোনা পজিটিভ আসে।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল প্রথম একজন রোগী করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

মন্তব্য করুন

Your email address will not be published.