সাতকানিয়া প্রতিনিধি
দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় জামায়াত-শিবিরের তাণ্ডবের ঘটনায় মো. আরমান নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ মে) রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
আরমানের বাড়ি উপজেলার কেঁওচিয়া ইউনিয়নে। তিনি ওই ইউনিয়নের জনার কেঁওচিয়া মাদারবাড়ি এলাকার হাঁচি মিয়ার ছেলে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তার আরমানের কোনো পদ পদবী না থাকলেও তিনি জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত। ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনের সময় চলা তাণ্ডবে সম্পৃক্ত ছিলেন। সে সময় তার বিরুদ্ধে থানায় ১১টি মামলা হয়।
মামলার পর থেকে এলাকা ছেড়ে মোবাইল নেটওয়ার্কের বাইরে গিয়ে তিনি গা ঢাকা দিয়েছিলেন। শুক্রবার রাতে গোপন খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজ আদালতে পাঠানো হচ্ছে।