এসআলমের বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে ফেসবুকে লিখে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

বাঁশখালীর গণ্ডামারায় এস আলম গ্রুপ ও চায়না সেফকো থ্রি’র যৌথ উদ্যোগে নির্মিতব্য ১৩২০ মেগাওয়াট এসএস পাওয়ার প্ল্যান্ট কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দেওয়ায় মো. শাহনেওয়াজ চৌধুরী (৩৫) নামে এক ব্যাক্তির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার পর তাকে আটক করা হয়েছে।

এস আলম গ্রুপের চীফ কো-অর্ডিনেটর ফারুক আহমদ বাদী হয়ে বাঁশখালী থানায় মামলা দায়ের করলে মামলার অভিযুক্ত আসামী মো. শাহনেওয়াজ চৌধুরীকে শুক্রবার রাতে আটক করা হয় বলে নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বাঁশখালী থানার এসআই মাহবুব হোসেন।

তিনি গণ্ডামারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রশিদ আহমদের পুত্র এবং পেশায় একজন প্রকৌশলী।

এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া তথ্যমতে তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি, জাতীয়তাবাদী ইয়াং ইঞ্জিনিয়ার্স ফোরামের আহ্বায়ক, চট্টগ্রামস্থ বাঁশখালী জাতীয়তাবাদী ছাত্রফোরামের সভাপতির দায়িত্বে রয়েছেন।

এ ব্যাপারে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফিউল কবীর বলেন, “এসএস পাওয়ার প্ল্যান্টের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দেওয়ায় ডিজিটাল আইনে মামলার ভিত্তিতে শাহনেওয়াজকে আটক করে আদালতে চালান দেওয়া হয়েছে।”

মন্তব্য করুন

Your email address will not be published.