সাতকানিয়া প্রতিনিধি
পারিবারিক তুচ্ছ ঘটনায় আপন ছোট ভাই সোহেল বড় ভাই আহমদ কবিরকে মেরে মাথা ফাটায় দেয়।
গেলো ২৮তারিখ(জুন)বৃহস্পতিবার রাত ১১টায় সাতকানিয়া উপজেলার কেওচিয়ার ৬নং ওয়ার্ডের মৃত আসহাব মিয়ার ছেলে আহমদ কবিরকে আপন ছোট ভাই সোহেলসহ তার শশুরবাড়ির লোকজনে মিলে আহমদ কবিরকে বেদড়ক মারধর করেন।
পরে স্থানীয়রা সাতকানিয়া সরকারি হাসপাতালে চিকিৎসা করিয়ে সাতকানিয়া থানায় একটি এজাহার দায়ের করেন বড় ভাই আহমদ কবির বাদী হয়ে।
সাতকানিয়া থানায় এজাহার দায়ের করা আহমদ কবির বলেন,আমি ২/৩দিন হয়েছে অভিযোগ দিয়েছি কিন্তু পুলিশ কোন ব্যবস্থা না নেয়ায় আমি এখনো বিপদ আশংকায় আছি।
আমার ছোট ভাই সোহেলের সাথে অনেক নারীর পরকিয়াও আছে যেটা নিয়ে পরিবারে অশান্তি শুরু হয়।
আমরা এসব কিছুর একটা সুষ্ঠ সমাধান চাই।
সে কিছুদিন আগে পরকিয়া করার কারণে স্থানীয় শালিস বৈঠকে জরিমানা ও দিয়েছে।
এদিকে উক্ত বিষয়ের তদন্তকারী কর্মকর্তা এসআই মাহবুব বলেন,আমি গতকাল মাত্র অভিযোগ পেলাম এখনি ঘটনাস্থলে যাচ্ছি।