কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের কাছের উপজেলা উখিয়ার বালুখালী এলাকার রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে প্রায় সাড়ে ৫ লাখ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ শিবিরের সাবেক এক মাঝিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বালুখালী ৯ নাম্বার শরণার্থী শিবির থেকে মোহাম্মদ গুরা মিয়া (৪৫) নামের ওই ‘পুরানা মাঝি’কে গ্রেপ্তার করা হয়। কক্সবাজারস্থ র্যাব-১৫ এর একটি চৌকষ দল তাকে গ্রেপ্তার করে। কক্সবাজারস্থ র্যাব-১৫ ব্যাটালিয়নের অধীন কক্সবাজার সিপিসি-২ এর অধিনায়ক মেজর মো. মেহেদী হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। তবে এখনও বিস্তারিত জানা যায়নি।