চট্টগ্রামে ১৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী সাইফুল আটক

 

চট্টগ্রামের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী ১৮ মামলার আসামী মো. সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ জুন) বায়েজিদ লিংক রোডের এশিয়া ওমেন ইউনিভার্সিটির গেটের সামনে থেকে তাকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।
তিনি বলেন, বুধবার দিবাগত রাতে বায়েজিদ বোস্তামি থানার লিংক রোডের এশিয়া ওমেন ইউনিভার্সিটির গেটে পুলিশ অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। রাত ২টার দিকে চেকপোস্টের সামনে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পুলিশও পাল্টা গুলি চালায়। পুলিশের সঙ্গে গোলাগুলির পর গুলিবিদ্ধ অবস্থায় সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় তিন পুলিশ সদস্যও আহত হয়েছেন।
সাইফুলের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন ওসি।

মন্তব্য করুন

Your email address will not be published.