সৈয়দ আক্কাস উদ্দিন:
সাতকানিয়ার ছদাহায় বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে পূর্ব শত্রুতার জেরে আরেক বন্ধুকে ছুরিকাঘাত করেছে স্থানীয় বখাটেরা।
আজ ১৯শে জুন (শনিবার) রাত সাড়ে ৯টার দিকে ছদাহার সাতগড়িয়া পাড়ায় এ ঘটনা ঘটে।
ছরিকাহত যুবক কেঁওচিয়ার ৯নং ওয়ার্ডের নয়াপাড়া এলাকার মাহমুদুর রহমানের ছেলে রাজিবুর রহমান সাগর
জানা গেছে, কেঁওচিয়ার এই যুবক ছদাহার সাতগড়িয়া পাড়ায় বন্ধুর বাড়িতে বেড়াতে গেলে চলে আসার পথে পূর্বের শত্রুতার জেরে একটি দোকানে সাগরকে ছুরিকাঘাত করা হয়। আহত সাগরকে কেরানীহাটের আশশেফা হাসপাতালে ভর্তি করালে পরে অবস্থা বেগতিক হলে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করে হাসপাতাল কর্তৃপক্ষ
বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার ডিউটি অফিসার এএসআই নাজমুল বলেন, ঘটনাস্থলে পুলিশ গেছে, জড়িতদের গ্রেফতারের জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।