ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। আজ ১৮ জুন শুক্রবার দুপুরে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শুক্রবার বিকেলে লেখক ভট্টাচার্য বিজ্ঞপ্তিটি তাঁর ফেসবুক অ্যাকাউন্টেও পোস্ট করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়াদোত্তীর্ণ হওয়ায় ছাত্রলীগের ঠাকুরগাঁও জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। ঠাকুরগাঁও শাখার নতুন কমিটিতে সভাপতি-সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীরা আগামী সাত কর্মদিবসের মধ্যে কেন্দ্রীয় দপ্তরে সরাসরি বা ডাকযোগে জীবনবৃত্তান্ত জমা দিতে পারবেন।

কমিটি বিলুপ্ত ঘোষণার পর থেকে পদপ্রত্যাশী নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরব হয়ে ওঠেন। অনেকে তাঁদের পছন্দের নেতা-কর্মীকে শীর্ষ পদে দেখতে চেয়ে পোস্ট দেন।

সদর উপজেলা ছাত্রলীগ, কলেজ ছাত্রলীগ ও দীর্ঘদিন ধরে তৃণমূলে কাজ করা নেতাদের অনুসারীরা প্রচারণা চালাতে শুরু করেছেন।

 

স্থানীয় ছাত্রলীগ সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৯ জুলাই ১ বছর মেয়াদে মাহাবুব হোসেনকে সভাপতি ও সানোয়ার পারভেজকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

পরে ২০১৬ সালের ১০ মে জেলা ছাত্রলীগের ১৫১ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেয় কেন্দ্র।

বিদায়ী সভাপতি মাহবুব হোসেন বলেন, কেন্দ্রের এ সিদ্ধান্তের বিষয়ে বলার কিছুই নেই। তবে সম্মেলনের মাধ্যমে বিদায় নিতে পারলে ভালো হতো।

নতুন কমিটি এসে সংগঠনকে আরও সুসংগঠিত করবে বলে আশা করেন তিনি।

মন্তব্য করুন

Your email address will not be published.