সাতকানিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ চার জনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার ভোরে কেঁওচিয়া তেমুহনী এবং মৌলভীর দোকান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার চারজন হলেন, মোহাম্মদ (২৯), মো. নুরুল কবির (২৪), দিলুয়ারা বেগম (৩৫) এবং আবুল কালাম আজাদ প্রকাশ জিসান (২১)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেঁওচিয়া তেমুহনী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসআই জাকির হোসেন একটি নোহা গাড়ি থেকে তল্লাশি চালিয়ে গাড়ির চেসিস কেটে তৈরি করা একটি চ্যানেলে লুকিয়ে রাখা ১৭ হাজার ইয়াবাসহ তিনজনকে আটক করেন। মৌলভীর দোকান এলাকায় এএসআই মারুফ সিকদার অভিযান চালিয়ে তিন হাজার ইয়াবাসহ এক যুবককে আটক করেন।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী পুলিশের এ ধরনের অভিযান অব্যহাত থাকবে।