রাত ৮টার পর চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় দোকানপাট বন্ধ

চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় করোনার সংক্রমণ বৃদ্ধির ফলে  সব ধরনের দোকানপাট রাত ৮ টার পর থেকে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসন। তবে ওষুধের দোকান এই নির্দেশনার আওতামুক্ত থাকবে। মঙ্গলবার (২২ জুন) বিকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

সভা শেষে জেলা প্রশাসক মমিনুর রহমান বলেন, ‘মহানগর এলাকায় আগামীকাল (বুধবার) থেকে ওষুধের দোকান ছাড়া বাকি দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। এ নির্দেশনা বাস্তবায়ন করতে জেলা প্রশাসনের ১২টি মোবাইল টিম মাঠে থাকবে। মহানগর এলাকায় মেয়রের নেতৃত্বে আলাদা করোনা প্রতিরোধ কমিটি আছে। ওই কমিটির প্রধান মেয়রকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে বিষয়টি জানানো হবে।’

মন্তব্য করুন

Your email address will not be published.