চট্টগ্রামের পাহাড়তলীতে ছাদে কাপড় শুকাতে গিয়ে পা পিছলে পড়ে বৃষ্টি (১৯) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। বৃষ্টি ওই এলাকার মো. তৌহিদের মেয়ে।
বুধবার (২৩ জুন) সকালে পাহাড়তলী থানাধীন পানির কল এলাকার সেলিম ম্যানসন নামে এক ভবনে এ দুর্ঘটনা ঘটে।
পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া বলেন, ছাদ থেকে পড়ে গুরুতর আহত ওই কিশোরীকে চমেক হাসপাতালে আনা হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবার জানিয়েছে, ছাদে কাপড় শুকাতে গিয়ে ওই কিশোরী দুর্ঘটনার শিকার হয়।