সাতকানিয়ায় ৩০ লিটার চোলাইমদসহ ২জন গ্রেফতার

 

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশের এস আই কাজী মো: জাহাঙ্গীর আলম সহ সঙ্গীয় একটি ফোর্স উপজেলার নলুয়া ইউনিয়নের পূর্ব নলুয়া ৩ ওয়ার্ডের রুস্তম পাড়া এলাকায় (২৭ জুন) রাতে অভিযান চালিয়ে ১জনকে গ্রেফতার করে। এসময় ৩০ লিটার চোলাইমদ উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম আজাদ হোসেন(৩০)। সে মান্নান ডাক্তারের বাড়ির আবদুল হামিদের ছেলে।

এদিকে আরেকটি অভিযানে সাতকানিয়া থানা পুলিশের একটি টিম উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখীল এলাকায় অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করে। তার নাম ইফতেখার হোসেন সে মঙ্গলচাদঁ পাড়ার মো: হোছাইনের ছেলে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, গ্রেফতারকৃতদের যথাযথ আইনে মামলা দেওয়ার পর চট্টগ্রামের আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.