দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালায় এক অসহায় কলেজছাত্রীকে একাদশ ও দ্বাদশ শ্রেণির সমস্ত বই ও গাইড প্রদান করেছে দীঘিনালা সেনা জোন।
মঙ্গলবার (২৯ জুন) সকালে উপজেলার কবাখালীর মিলনপুর এলাকার অসহায় এই কলেজছাত্রীকে দীঘিনালা সেনা জোনের পক্ষ থেকে বিনামূল্যে একাদশ ও দ্বাদশ শ্রেণির সমস্ত বই ও গাইড প্রদান করেন জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন সিয়াম আহমেদ।
এ সময় তিনি বলেন, দীঘিনালা জোন সর্বদা পার্বত্য অঞ্চলে পাহাড়ি ও বাঙ্গালীদের মাঝে যেকোনো ধরনের সাহায্য সহযোগিতা ও অনুদান প্রদান অব্যাহত রেখেছে। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা কার্যক্রম অব্যাহত থাকবে।
বিনামূল্যে বই পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী ও দীঘিনালা সেনা জোনের ভূয়সী প্রশংসা করেন ঐ কলেজছাত্রী ও তার পরিবার