আনোয়ারার ১ হাজার ৪২২ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ

মো.ইমরান হোসাইন,আনোয়ারা:

চট্টগ্রামের আনোয়ারায় `মুজিববর্ষের অঙ্গীকার, নিরাপদ খাদ্য উপহার’ বাস্তবায়নের লক্ষে এনএফএলসিসি প্রকল্পের পৃষ্ঠপোষকতায় উপজেলার বরুমছড়া ইউনিয়নের বাগমারার চর, রাস্তার মাথা, চাতরী ইউনিয়নের কৈনপুরা, বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর, গুয়াপঞ্চক, হাইলধর ইউনিয়নের মালঘর, ফকিরার চর, বারখাইন ইউনিয়নের সাঙ্গু নদীর পাড়সহ আশপাশের গ্রামে বিষ ও কীটনাশকমুক্ত নিরাপদ সবজি উৎপাদিত হয়েছে।
পরিবেশ দূষণমুক্ত রেখে ক্ষতিকর পোকা ও রোগবালাইমুক্ত এই সবজি উপজেলার বন্দর কাফকো হাউজিং গেইট, চাতরী চৌমুহনী বাজার ও রুস্তমহাট বিক্রয় কেন্দ্রে উপজেলার বন্দর কাফকো হাউজিং গেইট, চাতরী চৌমুহনী বাজার ও রুস্তমহাট বিক্রয়কেন্দ্রে উপজেলার বন্দর কাফকো হাউজিং গেইট, চাতরী চৌমুহনী বাজার ও রুস্তমহাট বিক্রয়কেন্দ্রে এসব সবজী বিক্রি হবে ।
নিরাপদ কৃষি ফসল উৎপাদনের পাইলট কার্যক্রম গ্রহণ করে উপজেলা কৃষি অধিদপ্তর। এ বছর ১ হাজার ৪২২ হেক্টর জমিতে শীতকালীন সবজি ও ফসলের চাষ করেছেন চাষিরা। এরমধ্যে ২২০ হেক্টর জমিতে শিম, ৬৫ হেক্টর জমিতে টমেটো, ১২৫ হেক্টর জমিতে বেগুন, ২২৫ হেক্টর জমিতে মরিচ, ৪৫ হেক্টর জমিতে মিষ্টি কুমড়া, ১৮৩ হেক্টর জমিতে ডাল, ১৭ হেক্টর জমিতে তরমুজ, ১৯ হেক্টরে ক্ষীরা, ১৮ হেক্টরে জমিতে বাঙ্গি, ৫ হেক্টরে পিয়াঁজ ও ৬৫ হেক্টরে তিৃদানা চীনা বাদাম, সূর্যমূখী এবং সরিষা চাষ করা হয়েছে।
বুধবার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের সাথে কথা বলে জানা যায়, এ প্রকল্পের আওতায় মিষ্টি কুমড়া, ফুলকপি, পাতাকপি, ব্রুকলী, মরিচ, ধনিয়া, ক্যাপসিকাম, টমেটো, শশা, ক্ষীরা, বেগুন, শিম, কাকরোল, করলা, লাউ, সহ বিভিন্ন রকমের শাক ও সবজির চাষ করেছে কৃষকরা। চাষাবাদে ফসলের রোগ, পোকা দমনে ক্ষতিকর বালাইনাশকের পরিবর্তে ব্যবহার করা হয়েছে সেক্স ফেরোমন ফাঁদ, হলুদ ফাঁদ ও জৈব বালাইনাশক- স্পিনোসাড, ট্রাইকো লিচেট, ডাইনামিক্স, সয়েল রিচার্জার, ভার্মি ও ট্রাইকো কম্পোস্ট।
বরুমছড়া গ্রামের কৃষক জয়নাল আবেদীন বলেন, আমি এবার ৪শ শতক জমিতে শীতকালীন বিভিন্ন ধরণের সবজির চাষ করেছি। পোকা দমনে ক্ষতিকর বালাইনাশকের পরিবর্তে আমি ব্যবহার করেছি সেক্স ফেরোমন ফাঁদ, হলুদ ফাঁদ ও জৈব বালাইনাশক- স্পিনোসাড, ট্রাইকো লিচেট, ডাইনামিক্স, সয়েল রিচার্জার, ভার্মি ও ট্রাইকো কম্পোস্ট। আমাদের প্রতিনিয়ত সবধরণে সার্বিক সহযোগিতা ও পরামর্শ দিয়ে যাচ্ছেন উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তর। ভালো ফসল উৎপাদন হয়েছে, আশা করছি লাভবান হবো।
আনোয়ারা উপজেলার কৃষি কর্মকর্তা মো. হাসানুজ্জামান বলেন, নিরাপদ সবজির চাষাবাদের লক্ষ্যে কৃষকদের প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়। আমাদের পক্ষ থেকে প্রতিনিয়ত কৃষকদের সার্বিক সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে।
আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ বলেন, এ উপজেলায় নিরাপদ খাদ্য উৎপাদন করতে এ বছর ১৫০ জন কৃষক ৬৭ একর জমিতে বিষমুক্ত সবজি উৎপাদন করছেন। উৎপাদিত সবজিগুলো উপজেলার বন্দর কাফকো হাউজিং গেইট, চাতরী চৌমুহনী বাজার ও রুস্তমহাটে বিক্রয় কেন্দ্র থেকে নিরাপদ সবজি জনসাধারণের বিক্রি হবে, তারা তাদের চাহিদা অনুসারে ক্রয় করতে পারবেন।
নিরাপদ কৃষি ফসল উৎপাদনের পাইলট কার্যক্রম গ্রহণ করে উপজেলা কৃষি অধিদপ্তর।

মন্তব্য করুন

Your email address will not be published.