বাঁশখালীতে স্ত্রীকে কুপিয়ে স্বামীর আত্মসমর্পন, বাবার বিরুদ্ধে ছেলের মামলা

বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে স্ত্রীকে কুপিয়ে জখম করার পর আত্মসমর্পণ করেছে স্বামী আবদুল জব্বার (৪২)। মঙ্গলবার সন্ধায় উপজেলার শীলকূপ ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্ত্রীকে আহত করার পর স্বামী আব্দুল জাব্বার ইউএনওর কার্যালয়ে এসে চিৎকার-চেঁচামেচি করলে আমি পুলিশ ডেকে হাতে তুলে দিই। আহত আব্দুল জাব্বারের স্ত্রীর নাম ইয়াসমিন আক্তার (৩৪)।

জানা যায় ,গন্ডামানা ইউ‌নিয়‌নের ৬ নং ওয়া‌র্ডের বড়‌ঘোনা এলাকার মোক্তার আহম‌দের পুত্র জসীম উ‌দ্দিন স্ত্রী পুত্র নি‌য়ে শীলকু‌পের মাইজ পাড়ায় ভাড়া বাসায় থাকত । সেখা‌নে সন্ধায় তার স্ত্রী কে নি‌জের বা‌ড়ি‌তে র‌ক্ষিত বিশাল ধামা দা দি‌য়ে কু‌পি‌য়ে হাতে পা‌য়ে ও শরী‌রের বি‌ভিন্ন স্থা‌নে জখম ক‌রে । ছেলে আমান উল্লাহসহ প্রতিবেশীরা ইয়াসমিনকে আহত অবস্থায় ঘটনাস্থল থেকে বাঁশখালী উপজেলা হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হলে কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

মামলার বাদী আহ‌তের ছে‌লে আমান উল্লাহ ব‌লেন,আমার পিতা কয়‌দিন থে‌কে অসুস্থ ও মান‌সিক ভা‌বে খারাপ অবস্থায় ছিল । আ‌মি রাজ‌মিস্ত্রীর কাজ ক‌রি খবর পে‌য়ে মা‌কে হাসপাতা‌লে নি‌য়ে এ‌লে চ‌মেক হাসপাতা‌লে প্রেরন ক‌রে।

এ ব্যাপারে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফিউল কবীর বলেন,আসামিকে প্রাথ‌মিক চি‌কিৎসা ক‌রে থানা হেফাজ‌তে রাখা হ‌য়ে‌ছে। এ ঘটনায় জব্বারের ছেলে থানায় এজাহার দায়ের করেছেন।

 

মন্তব্য করুন

Your email address will not be published.