ইনানী সৈকতে পর্যটন সংশ্লিষ্ট কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক উপহার খাদ্যসামগ্রী বিতরণ

উখিয়া প্রতিনিধি 

সরকার ঘোষিত চলমান লকডাউনে আয়শূন্য হয়ে পড়েছেন পাথুরে সৈকত ইনানীর পর্যটন সংশ্লিষ্ট কর্মজীবিরা৷ অনেকে পরিবার পরিজন নিয় মানবেতর জীবনযাপন করছে। মানবিকতার পরিচয় দিয়ে প্রায় ২’শতাধিক বেকার কর্মজীবিদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক উপহার খাদ্যসামগ্রী নিয়ে তাঁদের পাশে দাঁড়িয়েছেন জেলা ও উপজেলা প্রশাসন।

শনিবার (১০ জুলাই) সকালে ১১ টায় ইনানী মেরিনড্রাইভ সংলগ্ন হেলিপ্যাডে পর্যটন নির্ভর কর্মহীন মানুষদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. নাসিম আহমেদ।

অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, জেলা ব্যাপী বিধিনিষেধ বাস্তবায়নের পাশাপাশি ২১ শ্রেণি-পেশার কর্মহীন মানুষদের জরুরি সহায়তা প্রদান করছে জেলা প্রশাসন। যার মধ্যে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও রয়েছে। পর্যটন একটি সম্ভাবনা শিল্প যার বিকাশে সরকারের কর্মপ্রয়াস অব্যাহত থাকবে।

উখিয়া উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী বলেন, কর্মহীন অবস্থায় মানবেতর জীবন যাপন করে আসছিল পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার মানবিক উদ্যোগ বাস্তবায়নে জেলা ও উপজেলা প্রশাসনের এমন কর্মকান্ড সত্যিই প্রশংসনীয়৷

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ বলেন, মানবিক বিবেচনায় তালিকাভিত্তিক কর্মহীনদের পাশাপাশি ৩৩৩ এ কল করেও ইতিমধ্যে তিন শতাধিক মানুষ পেয়েছেন খাদ্য সহায়তা। একদিকে বিধিনিষেধ বাস্তবায়ন অন্যদিকে কর্মহীন মানুষদের অন্ন ব্যবস্থা করতেও আমরা সব সময় প্রস্তুত।

প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুন সহ সংশ্লিষ্ট’রা উপস্থিত ছিলেন।

বিচ বাইক চালক নুরুল আমিন বলেন, বিচে মানুষ আসলে আমাদের পেটে খাবার জুটে, লকডাউনে খুব কষ্টে আছি। সাহায্য করায় মাননীয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ঠ সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

মন্তব্য করুন

Your email address will not be published.