চট্টগ্রামে র‌্যাবের ওপর হামলার ঘটনায় আটক ৪

চট্টগ্রামের বাকলিয়া থানার বলিরহাটে চোরাই কাঠ উদ্ধারে গিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যদের ওপর হামলার ঘটনায় জড়িত ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- ফোরকান, আব্দুস সাত্তার, রাকিব ও সামশেদ আলম।

রবিবার (১১ জুলাই) রাতে তাদের বলিরহাট এলাকা থেকে আটক করা হয় বলে জানান র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। তিনি বলেন, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে র‌্যাব সদস্যদের ওপর হামলার ঘটনার পর অতিরিক্ত ফোর্স গিয়ে রবিবার রাতে সাঁড়াশি অভিযান পরিচালনা করে। এ সময় বলিরহাট থেকে ৪ জনকে আটক করা হয়েছে। তারা হামলার সঙ্গে জড়িত ছিল।

রবিবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা বন বিভাগের লোকজনকে সঙ্গে নিয়ে বাকলিয়া থানার বলিরহাটে অবৈধ কাঠের দোকানে অভিযানে যায়। এসময় কিছু লোক র‌্যাব সদস্যদের বাধা দেয়। তাদেরকে নিবৃত্ত করার লক্ষ্যে ফরেস্ট সদস্যরা দুই রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। এর মধ্যে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো হয়ে র‌্যাব সদস্যদের ওপর হামলা চালায়। এসময় র‌্যাবের ৪ সদস্য আহত হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.