চট্টগ্রামে লকডাউন না মেনে পুলিশের উপর হামলা, গ্রেপ্তার ১৫

নগরের চান্দগাঁওয়ে জড়ো হওয়া বস্তিবাসীদের সরাতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের একজন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা।

রবিবার রাত সাড়ে ৮টার দিকে কবির টাওয়ারের সামনে জানালীহাট এলাকায় এই ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে ১৫ জনকে আটক করে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) আরফাতুল ইসলাম জানান, করোনায় সরকারি বিধিনিষেধ ভঙ্গ করে তারা এক জায়গায় জড়ো হয়ে থেমে থেমে মারপিট করছিলো। এসময় টহল পুলিশের একটি টিম তাদের মাইকিং করে সরে যেতে বললে তারা উত্তেজিতভাবে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকে। তাদের ছোঁড়া ইটপাটকেলে চান্দগাঁও থানার উপ-পরিদর্শক জাফর আহাম্মদ গুরুতর আহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে ১৫ জনকে আটক করা হয়।

আটকরা হলেন—মো. রবিউল আলম (২৭), মো. সুমন প্রকাশ আনিস (২৭), মো. মুছা প্রকাশ ইয়াবা মুছা প্রকাশ গাঁজা মুছা (৫১), মো. ইয়াছিন (১৯), মো. আবদুল খালেক (৩৮), সৈয়দ আকবর (৪২), মো. খোকন (৪২), মো. ফারুক (৩৩), মো. ভুট্টু (৩৭), মো. ফারুক (৪১), মো. রায়হান (২০), মো. বাদশা (৩২), মো. বশির (৫৩), মো. ইমন (১৯), মো. লিমন (২০)।

মন্তব্য করুন

Your email address will not be published.