কোরবানী : বেড়েছে মাংস কাটার কাঠের কদর

আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে বেড়েছে মাংস কাটার কাঠের কদর। নগরীর মোড়ে মোড়ে এসব কাঠ ও লাইয়ের (ঝুড়ি) পসরা সাজিয়ে বসেছে বিক্রেতারা।

সোমবার (১৯ জুলাই) নগরীর বহদ্দারহাট মোড়ে এসব বিক্রেতার উপস্থিতি ছিল দেখার মতো। আকমল নামের এক কাঠ বিক্রেতা জানান, কোরবানি মৌসুমে সে প্রতিবছরই গ্রাম থেকে কাঠ চিড়ে এনে বিক্রি করেন। বছরের অন্যান্য সময়ে সে চটপটি বিক্রি করে ।

সুমন নামের এক কাট ক্রেতা জানান, তেতুল গাছের কাঠ ছাড়া যদি অন্য কাঠ নেন তবে মাংস কাটতে গেলে তাতে গাছের আঁশ উঠবে। এখানে যারা কাঠ বিক্রি করছে সবার কাঠ কিন্ত তেতুল গাছের নয়।

মন্তব্য করুন

Your email address will not be published.