প্রখ্যাত ওয়ায়েজ পীরে কামেল আল্লামা শাহ আবু বক্করের ইন্তেকাল

 

বাঁশখালী প্রতিনিধি

প্রখ্যাত ওয়ায়েজ পীরে কামেল আল্লামা শাহ আবু বক্কর (৭৩) চট্টগ্রাম আল মানাহিল নার্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়
আজ মঙ্গলবার (২০ জুলাই) ভোর সকাল ৭ টায় ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি… রাজিউন।

অসংখ্য আলেম গড়ার কারিগর বর্ষিয়ান আলেম ও প্রখ্যাত ওয়ায়েজ পীরে কামেল আল্লামা শাহ আবু বক্কর চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নে মনকিচর গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি ছিলেন একজন বিশিষ্ট ওয়ায়েজ ও আলেমে দ্বীন। দেশ-বিদেশে ছড়িয়ে থাকা অসংখ্য আলেমের ওস্তাদ ছিলেন তাছাড়া দেশ বিদেশের বিভিন্ন জায়গায় তিনি ওয়াজ করতেন। এ প্রবীণ আলেমেদ্বীন বেশ কয়েকদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগ ছিলেন। হাজারো আলেমের ওস্তাদ প্রখ্যাত আলেমেদ্বীন আল্লামা শাহ আবু ববক্কর মৃত্যুকালে ৩ ছেলে ৫ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী ছাত্র-শিক্ষক রেখে গেছেন।

আজ সন্ধ্যা ৬টায় মনকিচর মাদরাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

মরহুমের ইন্তেকালে চট্টগ্রাম দারুল মা’রিফ মাদ্রাসার প্রধান পরিচালক পীরে কামেল আল্লামা সোলতান যওক নদভী,পটিয়া মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুফতি আবদুল হালীম বোখারী, হেফাজত আমীর আল্লামা জুনাইদ বাবুনগরী,চট্টগ্রাম -১৫ সাতকানিয়া আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দীন নদভী,চট্টগ্রাম-১৬ বাঁশখালীর সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী, সাবেক বন পরিবেশ প্রতিমন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী, সাবেক সিটি মেয়র ও সংসদ আলহাজ্ব মাহমুদুল ইসলাম চৌধুরী, দক্ষিন জেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক মুজিবুর রহমান সিআইপি, উপজেলা চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালীব সাদলী,চাম্বল দারুল উলুম আইনুল ইসলাম মাদ্রাসার পরিচালক পীরে কামেল আল্লামা শাহ আবদুল জলীল,পৌরমেয়র সেলিমুল হক চৌধুরী, সাবেক মেয়র আলহাজ্ব শেখ ফখরুদ্দিন চৌধুরী, সাবেক মেয়র আলহাজ্ব কামরুল ইসলাম হোসাইনী,শীলকূপ ইউপি চেয়ারম্যান মো. মহসিন, সাবেক চেয়ারম্যান মোজ্জামেল হক সিকদার সহ বিভিন্ন মাদ্রাসা পরিচালক গন গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আল্লাহ তাআলা ইলমে দ্বীনের এ প্রবীণ খাদেমকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন। তার ইন্তেকালে বাঁশখালীতে নেমে এসেছে শোকের ছায়া।

মন্তব্য করুন

Your email address will not be published.