অক্সফোর্ডের ২ লাখ ৪৫ হাজার ডোজ ভ্যাকসিন আসছে শনিবার

আগামী শনিবার (২৪ জুলাই) বিকেলে দেশে আসছে অক্সফোর্ডের ২ লাখ ৪৫ হাজার ডোজ করোনা ভ্যাকসিন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্ত্রী বলেন, ‘জাপানের দেওয়া এই ভ্যাকসিন কোভ্যাক্সের মাধ্যমে পাচ্ছে বাংলাদেশ। একই সুবিধার আওতায় আগামী সপ্তাহে অক্সফোর্ডের আরও ২৬ লাখ ৪৫ হাজার ভ্যাকসিন পাবে বাংলাদেশ।’

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, এর আগে অক্সফোর্ড-অ্যাস্টেজেনেকার ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর দ্বিতীয় ডোজে বাদ পড়া ব্যক্তিরা পাবেন এই ভ্যাকসিন।

গত ফেব্রুয়ারিতে দেশে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরুর পর প্রথম ডোজ পেয়েছেন ৫৮ লাখ মানুষ। পরে ভ্যাকসিন ঘাটতির মুখে দ্বিতীয় ডোজ পাননি ১৪ লাখ ভ্যাকসিন গ্রহীতা।

মন্তব্য করুন

Your email address will not be published.