মহেশখালীতে উদ্বোধন হলো শেখ রাসেল শিশু পার্ক

মহেশখালী প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা বাজার সংলগ্ন নৈসর্গিক ও নান্দনিক পরিবেশে শুভ উদ্বোধন হলো “শেখ রাসেল শিশু পার্ক”। আজ (২২ জুলাই) বৃহস্পতিবার বিকাল ৩ টায় কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি “শেখ রাসেল শিশু পার্ক” এর উদ্বোধন করেন। জানা যায়, ১০ শতক জায়গার উপর ১০লাক টাকা ব্যয়ে এই পার্কটির কাজ বাস্তবায়ন করেছে, উপজেলা প্রশাসনে মহেশখালী। পার্কটিতে দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলী কারুশিল্প ও মৃৎ শিল্পের কাজ করা সহ বিভিন্ন ম্যুরাল বসানো হয়েছে। সংযোজন করা হয়েছে স্লিপার, ঢেঁকি, দোলনা, পানির ফোয়ারা, বাঘ, হরিণ, হাতি ও শিশু কর্ণার সহ দেশি বিদেশী ছোট বড় রাইড। এসময় উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি এম. আজিজুর রহমান বিএ, মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া ও ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ বিন আলী, বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরহাজ্ব এনায়েত উল্লাহ বাবুল, কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন খোকন, মহেশখালী থানার ওসি তদন্ত আশিক ইকবাল, উপজেলা প্রকৌশলী সবুজ কুমার। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান বলেন- শিশুদের বিনোদনের জন্য আসলেই এরকম পার্ক খুবিই প্রয়োজন ছিলো, বিনোদনের কারণে শিশুদের একঘেঁয়েমি কেটে যায়, আগামীতে আরও মানসম্মত পার্ক করার ইচ্ছে আছে।

মন্তব্য করুন

Your email address will not be published.