চন্দনাইশ প্রেস ক্লাবে কবি আহমদ ছফার মৃত্যুবার্ষিকী পালন

চন্দনাইশ প্রতিনিধি
চন্দনাইশ প্রেস ক্লাবের উদ্যোগে স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের অন্যতম শ্রেষ্ট চিন্তাবিদ, প্রখ্যাত সাহিত্যিক আহমদ ছফার ২০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। গত ২৯ জুলাই বিকালে দোহাজারী স্টার বাংলা টেলিভিশন কার্যালয়ে চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড.মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, সাংবাদিক যথাক্রমে সৈকত দাশ ইমন, শাহাদাত হোসেন, আজিমুশ শানুল হক দস্তগীর, জনি আচার্য্য, এস.এম জাকির, শহীদুল ইসলাম, জাহাঙ্গীর আলম চৌধুরী, মো.মাঈনুদ্দীন, ফায়জুল হক দস্তগীর, আরফাত হোসেন প্রমুখ। সভায় বক্তাগণ বলেন, বহুমাত্রিক প্রতিভার অধিকারী কীর্তিমান লেখক আহমদ ছফা ১৯৪৩ সালে ৩০ জুন চন্দনাইশ দক্ষিণ গাছবাড়ীয়া গ্রামে মধ্যবিত্ত পরিবারে জন্ম গ্রহন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্টবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করে ষার্টের দশকে লেখালিখি শুরু করেন। তার লেখায় মুক্তিকামী মানুষের আশা-আকাঙ্খা, সমাজের নানা অসঙ্গতি, বৈষম্য ফুটে উঠেছে। তিনি গল্প, গান, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, অনুবাদ, ইতিহাস, ভ্রমণকাহিনী মিলিয়ে ৩০ বই লিখেছেন। প্রতিটি শাখায় তিনি প্রতিভার স্বাক্ষর রেখেছেন। ১৯৬৭ সালে তার প্রথম উপন্যাস “সূর্য তুমি সাথী” ‘ওষ্কার’ স্বাধীনতা পরবর্তী তার নেতৃত্বে গঠন করেছেন ‘বাংলাদেশ লেখক শিবির’। সাহিত্যিক আহমদ ছফার শ্রম, ঘাম, প্রেম ও দ্রোহ মেশানো শব্দ ছেনে তুলে বাংলা ভাষায় সাহিত্য সৃষ্টি করেছেন। কালের প্রয়োজনে প্রতিকুলতা টেলে তিনি চিত্রশিল্পী সুলতানের পেশিবহুল কৃষকের লাঙ্গল চালানোর মতই চালিয়ে গেছেন কলম। তার আলোচিত প্রবন্ধ ‘বাঙ্গালী মুসলমানের মন’ এক কালজয়ী রচনা। শহীদে কারবালা মতো পুথি সাহিত্যকে অবলম্বন করেন তিনি।
মন্তব্য করুন

Your email address will not be published.