আনোয়ারায় করোনা টিকা নেওয়ার রেকর্ড

আনোয়ারা প্রতিনিধি:

দিন যতই যাচ্ছে করোনা টিকা গ্রহণে ভিড় বাড়ছে আনোয়ারায়। শনিবার ছুটির দিনে সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিয়েছেন সহস্রাধিক মানুষ। টিকা দিতে উদ্বুদ্ধ করতে আনোয়ারা প্রেসক্লাব রেজিষ্ট্রেশন বুথ চালুসহ সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে টিকা দিতে দীর্ঘ লাইন। ভয়ভীতি-গুজব ভূলে উতসবের আমেজে টিকা দিতে দেখা যায় লোকজনকে। টিকা কেন্দ্রে ৭০/৮০ বছরের বৃদ্ধকেও দেখা গেছে হাসিমুখে টিকা নিতে। করোনা টিকার রেজিষ্ট্রেশনে উপজেলার চাতরী চৌমুহনীতে আনোয়ারা প্রেসক্লাবের উদ্যোগে চালু করা হয়েছে রেজিষ্ট্রেশন বুথ। ৫জন সাংবাদিক ও স্বেচ্ছাসেবক মিলে হাসিমুখে টিকা রেজিষ্ট্রেশন, টিকার কার্ড প্রিন্ট, সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

শনিবার (১৩ ফেব্রুয়ারী) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা প্রেসক্লাবের বিনামূল্যে করোনা ভ্যাকসিন রেজিষ্ট্রেশন কার্যক্রম অনুষ্ঠানের দ্বিতীয় দিনে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ। তিনি বলেন, ভয়ভীতি-গুজব দূরে ঠেলে সাধারণ মানুষের বেড়েছে টিকা নেওয়ার আগ্রহ। সে সাথে আগ্রহ কমতি নেই রেজিষ্ট্রেশন করতেও। মানুষকে সচেতন করাসহ রেজিস্ট্রেশনে উদ্বুদ্ধ করার জন্য এ উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি।

প্রেসক্লাবের রেজিষ্ট্রেশন বুথের অন্যতম উদ্যোক্তা সাংবাদিক জাহাঙ্গীর আলম বলেন, গ্রামের মানুষের মধ্যে টিকা নিয়ে যে ভীতি ছিল তা কেটে গেছে। উদ্যোক্তাদের আরেকজন সাংবাদিক ইমরান হোসাইন জানান, শনিবার একদিনের ৫শ জনের বেশি রেজিষ্ট্রেশন হয়েছে। সবটুকু সেবা দেয়া হচ্ছে বিনামূল্যে। আগামীতে প্রেসক্লাবের উদ্যোগে ইউনিয়ন পর্যায়েও টিকা রেজিষ্ট্রেশন কার্যক্রম চালু করা হবে বলে জানান তিনি। শনিবার ৫৫৯ জনসহ গত ৬ দিনে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে টিকা নিয়েছেন ১৬শত ৫৪ জন।

বেসরকারি এনজিও সংস্থা নির্মল ফাউন্ডেশনের সহযোগিতায় প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও গ্রন্থাগার সম্পাদক মো. ইমরান হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম.এ মালেক, বৈরাগ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, বারশত ইউপি চেয়ারম্যান এম.এ কাইয়ূম শাহ্, বরুমছড়া ইউপি চেয়ারম্যান মো. শাহদাত হোসেন চৌধুরী, চাতরী ইউপি চেয়ারম্যান ইয়াছিন হিরো, সদর ইউপি চেয়ারম্যান অসীম কুমার দেব, সারাবেলা সম্পাদক মঈনুদ্দিন আজাদ, মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল হাসেম মনছুরী, বারখাইন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম. জাহাঙ্গীর আলম, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবটরি আনোয়ারা শাখার ব্যবস্থাপনা পরিচালক মীর মোশারফ হোসেন, বেসরকারি এনজিও সংস্থা নির্মল ফাউন্ডেশনের মূখ্য কর্মসূচি সম্বয়নকারী নুরুল আবছার তালুকদারসহ শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published.