কর্ণফুলীর বড়উঠানের চেয়ারম্যানের উপর হামলা, আহত ৩

 

 

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল আলমের উপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাত আনুমানিক পৌনে নয়টার উপজেলার শাহমীরপুর বাদামতল এলাকায় এ ঘটনা ঘটে। ওই ঘটনায় চেয়ারম্যান দিদারসহ ৩ জন গুরুতর আহত হয়েছে।

প্রতিবাদে স্থানীয়রা পিএবি সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। ফলে উভয় দিকে শতাধিক যানবাহন আটকে যায়। জানা যায়, বৃহস্পতিবার বিকাল থেকে বড়উঠান ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপে সার্বিক খোঁজ খবর শেষে মোটরসাইকেলে নগরীর বাসায় ফেরার পথে শাহমীরপুর বাদামতল এলাকায় এ হামলা চালানো হয়। হামলায় ভাঙচুর করা হয় ব্যবহৃত মোটরসাইকেল। স্থানীয় লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। এরপর প্রতিবাদে স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

বড়উঠান ইউনিয়ন আওয়ামলীগের সাধারণ সম্পাদক আবদুল মন্নান খান জানান, হামলাকারীরা চেয়ারম্যান দিদারুল আলমকে হত্যার চেষ্টা করেছে। ওই ঘটনায় চেয়ারম্যানের একটি হাত ভেঙে গেছে। এতে চেয়ারম্যানের সাথে গাড়িতে থাকা যুবলীগের সহ সভাপতি শহীদুল্লাহ্ ও পরিষদের উদ্যোক্তা মোহাম্মদ ফারুকও গুরুতর ভাবে আহত হয়। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, বড়উঠানের চেয়ারম্যানের উপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এঘটনায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.